ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২৭ জনকে আটক করেছে বিজিবি।
সোমবার ভোর রাতে মহেশপুর উপজেলার মাটিলা ও সামন্তা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা নিজেদের বাংলাদেশী বলে দাবি করেছেন।
আরও পড়ুন: ভারতে অনুপ্রবেশের সময় মহেশপুর সীমান্তে দালালসহ আটক ৯
বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল কামরুল আহসান জানান, অবৈধ অনুপ্রবেশের খবর পেয়ে বিজিবির টহল দল অভিযান চালায়। এসময় মাটিলা সীমান্ত থেকে ১৯ জন ও সামন্তা এলাকা থেকে ৮ জনকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
আরও পড়ুন: ভারত থেকে অনুপ্রবেশের সময় বেনাপোলে আটক ৭
তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান লে. কর্ণেল কামরুল আহসান।
আরও পড়ুন: ‘মানব পাচারকারী চক্রের’ ৩ সদস্য গ্রেপ্তার, ৩ রোহিঙ্গা উদ্ধার
সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের কারণে করোনার সংক্রমনের আশঙ্কা করছে সীমান্তের বাসিন্দারা।